আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের কাছে কোরআন শরিফ-এর বাংলা আনুবাদ সহ একটা সফটওয়্যার শেয়ার করছি।আশা করি সবার ভাল লাগবে।
আল্লাহ বলেছেন – “তোমরা আমাকে ডাক, আমি তোমাদের ডাকে সাড়া দেব ”
আমরা কম্পিউটার এ বসে কিনা করি, কিন্ত একটু কি টাইম থাকে না আমাদের আল্লাহ নাম মুখে নেওয়ার। আবার অনেক এ ইসলামিক কিছু দেখলে এরিয়ে যায় ।
কিন্ত মনে রাখবেন,কাল হাশরের দিন ,আপনার জন্য কেউ সুপারিশ করবে না ,কিন্ত আল-কুরান আপনার জন্য আল্লাহ্র কাছে আনুরধ করবে । আমরা অনেক এ কুরআনের অনুবাদ জানিনা। যাই হোক বাংলা অর্থ সহ এই সফটওয়্যারটি খুবই সুন্দর। তাই আপনার জন্য আমার এই মহামূল্য জিনিস । আশা করি সবাই ডাওনলোড করবেন।
ডাওনলোড করতে এখানে ক্লিক করুন
আর আপনি চাইলে প্রতি আয়াতের সাথে সাথে কুরআন শুনতে পারবেন। এ জন্য আপনাকে একটি কুরআন তিলওয়াত ডাওনলোড করতে হবে।
এখানে নাম করা অনেকের কুরআন পাবেন। তবে আমার ভাল লাগে আব্দুর রাহমান আল সুদাইস এর তিলওয়াত।
কিভাবে Install করবেন সেটা PDF আকারে দেয়া আছে। দেখে দেখে করে ফেলুন।
সবাই ভাল থাকবেন।
Post a Comment