Latest Post

বৃষ্টির মতো ফুল ঝরান আপনার ব্লগে

বৃষ্টির মতো ফুল ঝরান আপনার ব্লগে

বৃষ্টির মতো ফুল ঝরান আপনার ব্লগে
বৃষ্টির মতো ফুল ঝরান আপনার ব্লগে



undefined আল্লার নাম নিয়ে আজকের এই পোস্ট শুরু করছি । আজকে আপনাদের কে দেখাবো কি ভাবে আপনার ব্লগার ব্লগে বৃষ্টির মতো ফুল ঝরার ইফেক্ট যুক্ত করবেন । এর জন্য আমার নীচের টিপস গুল একটু লক্ষ করুন তাহলে সব বুজতে পারবেন । 

১) প্রথমে আপনার ব্লগার ব্লগ ওপেন করুন তারপর > Layout এ যান নীচের চিত্রে দেখুন । >

Untitled



২) এবার Add a Gadget এ ক্লিক করু। নীচের চিত্রের দেখুন >

2



৩ ) তারপর Html/Java Script এ ক্লিক করুন। নীচের চিত্রের দেখুন >

3



২) এবার যে বক্স ওপেন হবে সেখানে নীচের কোড গুল পেস্ট করুন । তারপর Save এ ক্লিক করুন (Title এ ফাকা রাখবেন )।

* কোড ১ > 

 <script src="http://yourjavascript.com/2223141713/purple-flower-effect-spiceupyourblog.js" type="text/javascript">
    /***********************************************

    * Flower fall effect by Paul Crowe http://www.spiceupyourblog.com
    * Please keep this notice intact

    ***********************************************/
    </script><br/><a href="http://www.spiceupyourblog.com/2010/01/falling-flower-effect-add-3-types-of.html" target="_blank"><font size="1">Get Flower Effect</font></a>

  * কোড ২ >  


<script src="http://yourjavascript.com/4225143371/yellow-flower-effect-spiceupyourblog.js" type="text/javascript">
/***********************************************

* Flower fall effect by Paul Crowe http://www.spiceupyourblog.com
* Please keep this notice intact

***********************************************/
</script><br/><a href="http://www.spiceupyourblog.com/2010/01/falling-flower-effect-add-3-types-of.html" target="_blank"><font size="1">Get Flower Effect</font></a>
দুটি কোড দিলাম আপনারা ভিন্ন ভিন্ন ভাবে ব্যবহার করবেন , কারন দুটি আলাদা রঙ এর ফুল ।
 

কিভাবে আপনার ব্লগে গুগল এনালাইটিকস লাগাবেনঃবাংলা ভিডিও টিউটোরিয়াল চতুর্থ পর্ব

আসসালামু আলাইকুম 

সবার সুন্দর সুস্থতা কামনা করে শুরু করছি আজগের আলোচনা কিভাবে আপনার ব্লগে গুগল এনালাইটিকস লাগাবেনঃচতুর্থ পর্ব । ইতি মধ্যে আপনাদের জানিয়েছি কীভাবে ব্লগ করবেন, কীভাবে টেম্পলেট লাগাবেন, কীভাবে টেম্পলেট লাগানোর পর সেটাকে সুন্দর করে সাজাবেন তার সব ভিডিও টিউটোরিয়াল সমূহ । টাই যারা গতো পোষ্ট গুলি মিস করেছেন তারা পূর্বের সব ভিডিও টিউটোরিয়াল গুলি দেখে নিবেন নইলে হইত বুঝতে ঝামেলা হতে পারে।

তার আগে নতুন টেম্পলেট কিভাবে নিজের মত করে সাজাবেনঃতৃতীয় পর্ব ভিডিও টি দেখতে এখানে যান

এবার আসি আজকের বিষয় নিয়ে,কিভাবে আপনার ব্লগে গুগল এনালাইটিকস লাগাবেনঃচতুর্থ পর্ব
ভিডিও তে বিস্তারিত আলোচনা দেয়া আছে তাই আর বেশি কিছু না লিখলাম না।

কিভাবে আপনার ব্লগে গুগল এনালাইটিকস লাগাবেনঃচতুর্থ পর্ব দেখুনঃ 



কিভাবে আপনার ব্লগে গুগল এনালাইটিকস লাগাবেনঃচতুর্থ পর্ব ডাউনলোড করতে
ক্লিক করুন 

ভিডিও তৈরি করেছেনঃ মুন্সি জাহাঙ্গীর জিন্নাত
ব্লগ লিখেছেন  ঃ সোহেল রানা

পঞ্চম পর্বে আপনাদের জানাবো ব্লগে ফেসবুক লাইক বক্স লাগাবেন কীভাবে।
সাথেই থাকুন

ধন্যবাদ ।
 

নতুন টেম্পলেট কিভাবে নিজের মত করে সাজাবেনঃতৃতীয় পর্ব

নতুন টেম্পলেট কিভাবে নিজের মত করে সাজাবেনঃতৃতীয় পর্ব



বন্ধুরা সবাই ভালতো আসাকরছি সবাই ভাল আছেন । আজকে আমি যে বিষয় নিয়ে পোস্ট করতে যাছি সেটি মূলত আমারা নতুন ব্লগ করে টেম্পলেট লাগানোর পর কীভাবে সেটাকে সাজাব তার সব খুঁটি নাটি  বিষয় নিয়ে । তার আগে যারা কিভাবে গুগলে সার্চ দিয়ে টেম্পলেট ডাউনলোড করবেন ও সেটা ইন্সটল করবেনঃভিডিও টিউটোরিয়াল দ্বিতীয় পর্ব দেখেননি তারা ভিডিও টি দেখে নিতে এখানে যান 

নতুন টেম্পলেট কিভাবে নিজের মত করে সাজাবেনঃতৃতীয় পর্ব ভিডিও টি দেখুনঃ





নতুন টেম্পলেট কিভাবে নিজের মত করে সাজাবেনঃতৃতীয় পর্ব ভিডিও টি ডাউনলোড করতে click করুন 

চতুর্থ পর্বে আপনাদের জানাবো  কিভাবে আপনার ব্লগে গুগল এনালাইটিকস লাগাবেন

ধন্যবাদ ।

 

ফ্রীলাঞ্চিং কি ও ফ্রীলাঞ্চিং নিয়ে সাধারণ কিছু আলোচনা

ফ্রীলাঞ্চিং কি ও ফ্রীলাঞ্চিং নিয়ে সাধারণ কিছু আলোচনা


বাংলাদেশে এখন যুবক সমাজের সব থেকে জনপ্রিয় পেশা ফ্রীলাঞ্চিং। যদিও গ্রাম-মফস্বল পর্যায়ে তেমন একটা জনপ্রিয়তা পায়নি। কিন্তু শহরকেন্দ্রিক যুবকদের কাছে খুবই জনপ্রিয় একটা পেশা। বাংলাদেশের প্রতিটি জেলা সদরে এক বা একাধিক প্রশিক্ষণ কেন্দ্রও আছে। আরও বড় সুখবর হলো গতবছর সরকারী ভাবেও জেলা পর্যায়ে বিনা খরচে ফ্রীলাঞ্চিং প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এরপরে ইউনিয়ন পর্যায়েও প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানানো হয়েছে।

বিশ্বের কয়েকটি ভালো ফ্রীলাঞ্চিং সাইটের মধ্যে ওডেস্ক বাংলাদেশিদের জন্য সব থেকে জনপ্রিয় সাইট। তাদের দেওয়া তথ্য অনুযায়ী ২০১২ সালে বাংলাদেশ ছিল ফ্রীলাঞ্চিং-এ তৃতীয় স্থানে। যেখানে ১৬০ টির বেশি দেশের ফ্রীলাঞ্চাররা কাজ করে। তাদের দেওয়া তথ্য মোতাবেক ২০১২ সালে বাংলাদেশী ফ্রীলাঞ্চাররা ৭২০,০০০ ঘণ্টা কাজ করেছেন, শুধু তাদের ঘণ্টা বেসিস, ফিক্সডে কাজ করেছে ওর থেকেও দ্বিগুণ পরিমাণ ঘণ্টা।

অন্য আরেকটি জনপ্রিয় ফ্রীলাঞ্চিং সাইট ইল্যান্স জানিয়েছে ২০১২ সাল পর্যন্ত ইল্যান্স থেকে বাংলাদেশিদের সর্বমোট আয়ের পরিমান ছিলো প্রায় ৩৪ কোটি টাকা (৪২ লাখ ডলার) সেখানে শুধুমাত্র ২০১৩ সালে বাংলাদেশি ফ্রিল্যান্সাররা প্রায় ২৭ কোটি টাকা (৩৪ লাখ ডলার) আয় করেছে।

ফ্রীলাঞ্চিং কি?

ফ্রীলাঞ্চিং এবং আউটসোর্সিং শব্দ দুইটি খুব কাছাকাছি অর্থবহন করলেও এদের মধ্যে অনেক পার্থক্য আছে।

আউটসোর্সিং হচ্ছে কোন প্রতিষ্ঠান যদি অন্য কোন প্রতিষ্ঠানকে কোন একটি বিশেষ প্রোজেক্টের জন্য অন্য প্রতিষ্ঠানকে ভাড়া করে তাহলে তাকে আউটসোর্সিং বলা হয়ে থাকে। যেমন ইউনিলিভার বাংলাদেশ তাদের অর্থনৈতিক সকল কার্যক্রমের জন্য সিটি ব্যাংক এন এ কে ভাড়া করে।

ফ্রীলাঞ্চিং হচ্ছে এককভাবে কোন প্রতিষ্ঠানের কোন বিশেষ প্রোজেক্টের জন্য কাজ করা। ওডেস্ক ফ্রীলাঞ্চারদের কন্ট্রাক্টর বলে, আমাদের স্বাভাবিক কন্ট্রাক্টরদের মতই কাজ বলে। ফ্রীলাঞ্চাররা উন্নত বিশ্বের ছোট-বড় প্রতিষ্ঠানের বিভিন্ন প্রোজেক্টে কাজ করে এবং বৈদেশিক মুদ্রা অর্জন করে। উন্নত বিশ্বের সমমান অর্থ/বেতন পাওয়া যায় বলে এখানে থেকে উপার্জনও করা যায় অনেক। ঘরে বসেই বিদেশে গিয়ে কাজ করার সমমান অর্থ উপার্জন করা যায় বলে, যুব সমাজ এখন বিদেশে যাওয়ার থেকে ঘরে বসে ফ্রীলাঞ্চিং করাকেই বেশি প্রাধান্য দিচ্ছে। ফ্রীলাঞ্চিং করতে কোন মূলধনের প্রয়োজন হয়না বলে আরও জনপ্রিয় হয়ে উঠেছে। দেশে বিদেশি অর্থও আসছে প্রচুর যে কারনে সরকারও উদ্যোগ নিয়েছে বিনা খরচে প্রশিক্ষণ দেওয়ার। কারন এটিও হবে বাংলাদেশের গার্মেন্টস সেক্টরের মত লাভজনক সেক্টর।

 

চালু হলো রোবটদের নিজস্ব ওয়েবসাইট

চালু হলো রোবটদের নিজস্ব ওয়েবসাইট (ওয়ার্ল্ড রেকড নিউজ)

প্রথমবারের মতো চালু হলো রোবটদের জন্য নির্মিত ওয়েবসাইট ‘রোবোআর্থ’ওয়েবসাইটটির মাধ্যমে রোবটরা নিজেদের মধ্যে তথ্য শেয়ার ছাড়াও বিভিন্ন বিষয় শিখতে পারবে। সম্প্রতি ইন্ডহোভেন ইউনিভার্সিটির একটি হাসপাতাল কক্ষে এই ওয়েবসাইটের উদ্বোধন করেন বিজ্ঞানীরা।
চালু হলো রোবটদের নিজস্ব ওয়েবসাইট

আপাতভাবে চারটি রোবট এই ওয়েবসাইট ব্যবহার করে হাসপাতালের রোগীদের জন্য খাবার সরবরাহসহ প্রয়োজনীয় নির্দেশনা পালন করবে। ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে চার বছরের জন্য এই প্রকল্প চালু করা হয়েছে।

মূলত রোবটদের জন্য তৈরি করা হলেও মানুষও সেটি ব্যবহার করতে পারবেন। ক্লাউড নির্ভর ডাটাবেজে তথ্য আপলোড করতে পারবে। ইন্ডহোভেনসহ ফিলিপস ও ইউরোপের পাঁচটি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এই সিস্টেমটি ডেভেলপ করেছেন।

রোবোআর্থ প্রকল্পের প্রধান রিন ভ্যান ডে মলেনগ্রাফ্ট বলেন, “রোবোআর্থ রোবটদের জন্য একটি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, নেটওয়ার্ক জায়ান্ট এবং সমৃদ্ধ ডাটাবেজ। এখান থেকে রোবটরা তথ্য বিনিময়ের মাধ্যমে একে অপর অনেক কিছু জানতে পারবে”।

তিনি আরও বলেন, “চারটি রোবট যৌথভাবে রোগীদের সেবায় কাজ করবে। একটি রোবট রোগীর কক্ষের ম্যাপ আপলোড করবে যাতে অন্যরা সেই কক্ষে যাওয়ার পথ খুঁজে পায়। তারা নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে রোগীদের খাবার, ঔষধ সরবরাহ করবে। একটি কমন ব্রেইন তৈরি করার জন্যই এই সিস্টেমটি চালু করা হয়েছে”।

আগামীতে এই বোবোআর্থ বাসার নানা কাজেও রোবটদের সহায়তা করবে বলে সংশ্লিষ্ঠরা জানান।

- বিবিসি প্রতিবেদন অবলম্বনে
 

আসাধারন সব ফ্রী ব্লগ টেম্পলেট ডাউনলোড করুন

আসাধারন সব ফ্রী ব্লগ টেম্পলেট ডাউনলোড করুন

আপনি কি ব্লগিং করবেন ? আপনি কি ব্লগের জন্য ফ্রী টেম্পলেট খুঁজছেন ? আপনি কি আপনার ব্লগটিকে সুন্দর ভাবে সাজাবেন ?যারা ব্লগ করেন তারা নিজেদের ব্লগকে সাজানোর জন্য বিভিন্ন আকর্ষনীয় টেম্পলেট ব্যবহার করে থাকেন।  সেজন্য আপনাদের জন্য নিয়ে এলাম ফ্রি কিছু আকর্ষনীয় ব্লগ টেম্পলেট পাওয়া যাবে এমন কিছু সাইটের নাম। যেগুলো থেকে আপনি ডাউনলোড করতে পারবেন আসাধারন কিছু ব্লগ টেম্পলেট ।

আসাধারন সব ফ্রী ব্লগ টেম্পলেট ডাউনলোড করুন
আসাধারন সব ফ্রী ব্লগ টেম্পলেট ডাউনলোড করুন


 সাইটগুলো হলো:-

০. johnytemplate.blogspot.com/     (I Like It)

1.www.btemplates.com

2.www.blogcrowds.com

3.www.bietemplates.com

4.www.bloggerthemes.net

5.www.blogspot-templates.org

6.www.dantearaujo.net

7.www.falconhive.com

8.www.blogspottemplates.net

9.www.templatesblogger.net

10.www.ipietoon.com

11.www.cahayabiru.com

12.www.bloggertemplatesfree.com

13.www.cahayabiru.com

14.www.skincorner.com

15.www.bloggertemplateplace.com

16.www.templatesblock.com

17.www.probloggertemplates.com

18.www.bloggerthemes.net

19.www.instantshift.com

20.www.eblogtemplates.com


আশা করি উপকারে আসবে।

বিঃদ্রঃ কম খরচে আপনার মনের মতো ব্লগ ডিজাইন করে নিতে যোগাযোগ করুনঃ (০১৭৬১৬৩৭৮৪৬) 

ধন্যবাদ
 

কিভাবে গুগলে সার্চ দিয়ে টেম্পলেট ডাউনলোড করবেন ও সেটা ইন্সটল করবেন,ভিডিও টিউটোরিয়ালঃ দ্বিতীয় পর্ব

কিভাবে গুগলে সার্চ দিয়ে টেম্পলেট ডাউনলোড করবেন ও সেটা ইন্সটল করবেনঃভিডিও টিউটোরিয়ালঃ দ্বিতীয় পর্ব


আসা করি সবাই ভালো আছেন প্রথম পর্বে আপনারা হয়তো জেনেছেন কীভাবে ব্লগ খুলবেন দ্বিতীয় পর্বে আপনাদের জন্য জানাতে এসেছি কিভাবে গুগলে সার্চ দিয়ে টেম্পলেট ডাউনলোড করবেন ও সেটা ইন্সটল করবেন।তার আগে যারা কিভাবে ব্লগারে ব্লগ তৈরি করবেন ভিডিও টিউটোরিয়ালঃপ্রথম পর্ব দেখেননি তারা ভিডিও টি দেখে নিতে এখানে যান 

কিভাবে গুগলে সার্চ দিয়ে টেম্পলেট ডাউনলোড করবেন ও সেটা ইন্সটল করবেনঃভিডিও টিউটোরিয়ালঃ দ্বিতীয় পর্ব
কিভাবে গুগলে সার্চ দিয়ে টেম্পলেট ডাউনলোড করবেন ও সেটা ইন্সটল করবেনঃভিডিও টিউটোরিয়ালঃ দ্বিতীয় পর্ব


প্রথমত আপনি চাইলে  ব্লগস্পট এ অনেক গুলি বিল্ট-ইন টেমপ্লেট দেয়া থাকে। সেগুলির মধ্যে আপনি আপনার পছন্দের টেমপ্লেট টি বেছে নিতে পারেন।
  • ব্লগে টেম্পলেট ইন্সটল করতে প্রথমে আপনার ব্লগের ড্যাশবোর্ডে যান।
  • টেমপ্লেট মেনুতে যান।
  • এখানে দেখবেন অনেকগুলি টেমপ্লেট দেখাবে। পছন্দের টেমপ্লেটটির উপর ক্লিক করুন।
কিভাবে গুগলে সার্চ দিয়ে টেম্পলেট ডাউনলোড করবেন ও সেটা ইন্সটল করবেনঃভিডিও টিউটোরিয়ালঃ দ্বিতীয় পর্ব
কিভাবে গুগলে সার্চ দিয়ে টেম্পলেট ডাউনলোড করবেন ও সেটা ইন্সটল করবেনঃভিডিও টিউটোরিয়ালঃ দ্বিতীয় পর্ব
  • এখন টেমপ্লেটটির প্রিভিউ দেখাবে।
কিভাবে গুগলে সার্চ দিয়ে টেম্পলেট ডাউনলোড করবেন ও সেটা ইন্সটল করবেনঃভিডিও টিউটোরিয়ালঃ দ্বিতীয় পর্ব
কিভাবে গুগলে সার্চ দিয়ে টেম্পলেট ডাউনলোড করবেন ও সেটা ইন্সটল করবেনঃভিডিও টিউটোরিয়ালঃ দ্বিতীয় পর্ব
  • পছন্দ হলে Apply to Blog এ ক্লিক করুন।
  • এবার ব্লগটি দেখুন।

ব্লগস্পট এ অনেক গুলি বিল্ট-ইন টেমপ্লেট দেয়া থাকে সেগুলির মধ্যে আপনার পছন্দ নাও হতে পারে সেজন্য কিভাবে গুগলে সার্চ দিয়ে টেম্পলেট ডাউনলোড করবেন ও সেটা ইন্সটল করবেন সেজন্য আপনাকে আনুসরন করতে হবে ভিডিও টিউটোরিয়ালটি যার মাধ্যমে আপনি নিমিষেই বুঝতে পারবেন । 

কিভাবে গুগলে সার্চ দিয়ে টেম্পলেট ডাউনলোড করবেন ও সেটা ইন্সটল করবেনঃভিডিও টিউটোরিয়ালঃ দ্বিতীয় পর্ব দেখুনন ঃ







কিভাবে গুগলে সার্চ দিয়ে টেম্পলেট ডাউনলোড করবেন ও সেটা ইন্সটল করবেনঃভিডিও টিউটোরিয়ালঃ দ্বিতীয় পর্ব Download links

ভিডিও  ঃ মুন্সি জাহাঙ্গীর জিন্নাত
ব্লগ লিখেছেন  ঃ সোহেল রানা 

তৃতীয় পর্বে আপনাদের জানাবো নতুন টেম্পলেট কিভাবে নিজের মত করে সাজাবেন তাই সাথেই থাকবেন ধন্যবাদ 
 

কিভাবে ব্লগারে ব্লগ তৈরি করবেন ভিডিও টিউটোরিয়ালঃপ্রথম পর্ব

কিভাবে ব্লগারে ব্লগ তৈরি করবেন ভিডিও টিউটোরিয়ালঃপ্রথম পর্ব

কিভাবে ব্লগারে ব্লগ তৈরি করবেন ভিডিও টিউটোরিয়ালঃপ্রথম পর্ব

কিভাবে ব্লগারে ব্লগ তৈরি করবেন ভিডিও টিউটোরিয়ালঃপ্রথম পর্ব
অনেকের অনেক রকমের স্বপ্ন থাকে। কেউ হতে চাই কোটিপতি কেউবা জনপ্রিয় ,তবে আমার মনে হই বেশির ভাগ মানুষের চাউয়া পাউয়ার মধ্যেই থাকে এই দুইটা বিষয় যেমনটি আমারও।যাইহোক আপনি কি জানেন ব্লগিং করে বড় মাপের ব্লগার হয়াটাও অনেকের কাছে একটা বিরাট বড় স্বপ্ন কারন ব্লগিং করে বর্তমানে কোটিপতি ও হয়া এবং তার সাথে সাথে ব্যাপক জনপ্রিয়তাও লাভ করা যাই ????

এত দিনে হইত ব্লগ তৈরি সম্পর্কে বিভিন্ন রকমের লেখা লেখি দেখে অনেকে ব্লগিং শিখেছেন এবার আমি আপনাদের জন্য নিয়ে এলাম আমার শ্রদেহ  বস মুন্সি জাহাঙ্গীর জিন্নাত এর বানানো  ভিডিও টিউটোরিয়াল এখন থেকে বাড়ি বসেই আপনি ভিডিও দেখে দেখে তৈরি করবেন ব্লগ আর সেই সাথে পূর্ণ করবেন আপনার বড় মাপের ব্লগার হবার স্বপ্নটাও ।


চলুন তার আগে সংক্ষেপে জেনে নিয় ব্লগ সম্পর্কেঃ 


ব্লগস্পট কি /ব্লগার কাকে বলা হই ?????? 

ব্লগার.কম/ব্লগস্পট হল গুগলের একটি সেবা, যার দ্বারা খুব সহজেই ফ্রীতে ব্লগ সাইট তৈরি করা যায়। ব্লগস্পট খুব জনপ্রিয় হওয়ার কারন হচ্ছে এটি ব্যাবহার করা খুবই সহজ। একটি ইমেইল ঠিকানা দ্বারা সাবডোমেন নিয়ে ব্লগস্পটে খুব সহজেই ব্লগিং করা যায়। আর এসব কিছু করে যারা ব্লগে লেখালেখি করে ব্লগ পরিচালনা করে থাকেন তাদেরি ব্লগার বলা হই।

ব্লগস্পটের ইতিহাসঃ ১৯৯৯ সালের ২৩শে আগস্ট ব্লগস্পট চালু হয়। মূলত ব্লগিংকে সাধারণ মানুষের কাছে আরও সহজ করার জন্য ব্লগস্পটের যাত্রা শুরু হয়। আর এই যাত্রায় ব্লগস্পট খুব সফল হয় কারণ ব্লগস্পট ব্যাবহার করা খুবই সহজ। ২০০৪ সালের ৯ই মে গুগল ব্লগস্পটের নতুন ডিজাইন উন্মুক্ত করে এবং পরবর্তী সময়ে আরও ৪/৫ বার ব্লগস্পটের নতুন ডিজাইন ও ফিচার যোগ করা হয়।

কিভাবে ব্লগারে ব্লগ তৈরি করবেন ভিডিও টিউটোরিয়ালঃপ্রথম পর্ব দেখুনঃ 



ভিডিও টি ডাউনলোড করতে এখানে click করুন 


ভিডিও: মুন্সি জাহাঙ্গীর জিন্নাত
ব্লগ লিখেছেন: সোহেল রানা
ভিডিও তৈরি সহায়তায়ঃ http://uniquesoftbd.com

বিঃদ্রঃ আপনি যদি ব্লগ সম্পর্কে দেয়া ১০ টি ভিডিও টিউটোরিয়াল পর্বের সবগুলো না দেখেন তাহলে হইত পরবর্তীতে বুঝতে পারবেন না।

 

ছবিকে এডিটিং করুন, এনিমেশন করুন, ডিজাইন করুন কোন সফটওয়ার ছাড়া, তাও আবার ঝামেলা ছাড়ায়

বিসমিল্লাহির রাহমানির রাহিম ।
আশাকরি সকলে ভাল আছেন । আবারও একটি ব্যতিক্রম টিউন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম । আমরা আমাদের ছবিকে সৌন্দর্য বৃদ্ধির জন্য পিসিতে বিভিন্ন সফটওয়ার ব্যবহার করে থাকি । কিন্তু আজ আমি আপনাদের ২০টি ওয়ব সাইটের সাথে পরিচয় করিয়ে দেব যেখানে আপনি ছবিকে যেকোন রুপদান করতে পারবেন চোখের পলকে, যা আপনাকে কোন সফটওয়ারের মাধ্যমে করতে হলে হয়ত ৩০-৪০ মিনেট সময় ব্যয় করতে হত । এসব সাইট থেকে ছবির কাজ করার পর তা ডাউনলোড করা করা পর্যন্ত মোট ২-৩ মিনিট সময় লাগে ।কিছু ছবির নমুনা দিলাম ।

ছবিকে এডিটিং করুন, এনিমেশন করুন, ডিজাইন করুন কোন সফটওয়ার ছাড়া, তাও আবার ঝামেলা ছাড়ায়

ছবিকে এডিটিং করুন, এনিমেশন করুন, ডিজাইন করুন কোন সফটওয়ার ছাড়া, তাও আবার ঝামেলা ছাড়ায়

এই সাইট গুলতে যান 


শেয়ার করুন


 

ফ্রি ডাউলোড করুন ভাল মানের বাংলা ডিকশনারী সফটওয়্যার

কম্পিউটারে বাংলা ডিকশনারি কম বেশি সবার প্রয়োজন হয়। আমরা অনেকেই আমাদের পিসিতে বাংলা ডিকশনারী সফটওয়্যার ব্যবহার করি শব্দের অর্থ খোঁজার জন্য। তেমনই একটা ভাল মানের সফটওয়্যার , প্রভাত বাংলা অভিধান। প্রায় ১৭,০০০ এর অধিক শব্দ আছে এই ডিকশনারীতে। ইংরেজি শব্দ লিখে দিলে তার বাংলা অর্থটি পাওয়া যাবে।

ফ্রি ডাউলোড করুন ভাল মানের বাংলা ডিকশনারী সফটওয়্যার


ডাউনলোড লিংক_- http://www.mediafire.com/?0kbnczhfzba397g
ফাইল সাইজ – ৫.৮৬ মেগাবাইট
বাংলা অভিধান সফটওয়্যার এর ফিচারগুলো হল
  • Freeware & Shareware
  • ১৭,০০০ এর অধিক শব্দ
  • ইংরেজি শব্দের উচ্চারন শোনা
  • নতুন Word যোগ করার অপশন
শেয়ার করুন 
 
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Idea Box - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger