আপনার কম্পিউটার ছেলে না মেয়ে ? জেনে নিন এখনি


আমরা তো অনেকদিন ধরেই কম্পিউটার ব্যবহার করছি। কিন্তু কখনোও কি ভেবে দেখেছেন, আপনার কম্পিউটার ছেলে না মেয়ে? হয়ত অনেকেই জানেন তার কম্পিউটার ছেলে না মেয়ে কিন্তু যারা জানেন না, তাদের জন্যই আজকের টিউন। এটি জানতে হলে আপনাদের খুব সহজ কয়েকটি কাজ করতে হবে। তাহলে ঝটপট করে ফেলুনঃ-

*নোটপ্যাড ওপেন করুন। (আবার বইলেন না যে নোটপ্যাড কি?? হা হা হা 

*এবার নিচের কোডটি ঝটপট লিখে ফেলুন -

CreateObject("SAPI.SpVoice").Speak"i love you & i want to marry you"

*সবশেষে সেভ করুন computer gender.vbs নামে।

*এবার সেভ করা ফাইলটিতে ডাবল ক্লিক করুন। কি দেখলেন?? 

যদি কোন মেয়ে কন্ঠ আপনাকে I Love You & I want to Marry You- এই কথাটি বলে তাহলে আপনার কম্পিউটার মেয়ে।
আর যদি কোন ছেলে কন্ঠ এই কথাটি বলে, (কাম সারছে!!) তাহলে বুঝবেন আপনার কম্পিউটার ছেলে। 

আর হ্যা, এটি সকল উইন্ডোস সেভেন, ভিসতা এবং এক্সপি এর জন্য প্রযোজ্য। অন্য কোন অপারেটিং সিস্টেমে কাজ করবে না।

তাহলে ঝটপট বেড় করে ফেলুন আপনার কম্পিউটারের জেন্ডার এবং কমেন্টের মাধ্যমে জানান আপনার এতদিনের সঙ্গী/ সঙ্গিনীর কথা। (আমার পিসি কিন্তু মেয়ে...হে হে হে)। 




Share this article :
 

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Idea Box - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger