বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগল আয়োজিত ‘গুগল বিজ্ঞান মেলা ২০১৩’-এর বিজয়ী ৪ খুদে বিজ্ঞানীর নাম ঘোষণা করা হয়েছে। ২৩ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে সেরা খুদে বিজ্ঞানীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে এই ঠিকানায়।
জানা গেছে, চলতি বছরের প্রতিযোগিতায় ১২০টি দেশের প্রতিযোগীরা অংশ নেয়। এবারের প্রতিযোগিতায় বিজয়ী হয়ে পুরস্কার পেয়েছে যুক্তরাষ্ট্রের এরিক চেন (১৭)।
এছাড়া বয়সভিত্তিক ১৩-১৪ বছর বিভাগে বিজয়ী হয়েছে অস্ট্রেলিয়ার বিনয় কুমার (১৪) এবং ১৫-১৬ বছর ক্যাটাগরিতে কানাডার আন মাকোসিনিস্কি (১৫)।
এদিকে ভোটারদের রায়ে পুরস্কার পেয়েছে তুরস্কের ইলিপ বিলজিন। এরিক চেনের প্রকল্পের বিষয় ছিল ‘কম্পিউটার-এইডেড ডিসকভারি অব নোবেল ইনফ্লুয়েঞ্জা এনডোনিউক্লিয়াস ইনহেবিটরস অব কমব্যাট ফ্লু পেনডেমিক’।
কীভাবে কম্পিউটার মডেলিং এবং জীববিজ্ঞানের পদ্ধতি ব্যবহার করে ইনফ্লুয়েঞ্জা প্রতিরোধী ওষুধ তৈরি করা যায়, সে বিষয়টিই এতে তুলে ধরা হয়।
কীভাবে ব্যাটারি ছাড়াই আলো পাওয়া সম্ভব, সে বিষয় নিয়ে প্রকল্প ছিল আন মাকোসিনিস্কির ‘দ্য হলো ফ্ল্যাশলাইট’।
এছাড়া গুরুত্বপূর্ণ সময়ে অ্যাম্বুলেন্স কিংবা ট্রাফিক পুলিশের কার্যক্রমকে সহজ করতে গাড়িচালকদের জন্য বিশেষ পদ্ধতি তৈরি করে বিনয় কুমারের ‘পুলিশ অ্যান্ড অ্যাম্বুলেন্স রেগুলেটিং ট্রাফিক প্রোগ্রাম (পিএআরটি)’ প্রকল্প জিতেছে পুরস্কার।
জানা গেছে, চলতি বছরের প্রতিযোগিতায় ১২০টি দেশের প্রতিযোগীরা অংশ নেয়। এবারের প্রতিযোগিতায় বিজয়ী হয়ে পুরস্কার পেয়েছে যুক্তরাষ্ট্রের এরিক চেন (১৭)।
এছাড়া বয়সভিত্তিক ১৩-১৪ বছর বিভাগে বিজয়ী হয়েছে অস্ট্রেলিয়ার বিনয় কুমার (১৪) এবং ১৫-১৬ বছর ক্যাটাগরিতে কানাডার আন মাকোসিনিস্কি (১৫)।
এদিকে ভোটারদের রায়ে পুরস্কার পেয়েছে তুরস্কের ইলিপ বিলজিন। এরিক চেনের প্রকল্পের বিষয় ছিল ‘কম্পিউটার-এইডেড ডিসকভারি অব নোবেল ইনফ্লুয়েঞ্জা এনডোনিউক্লিয়াস ইনহেবিটরস অব কমব্যাট ফ্লু পেনডেমিক’।
কীভাবে কম্পিউটার মডেলিং এবং জীববিজ্ঞানের পদ্ধতি ব্যবহার করে ইনফ্লুয়েঞ্জা প্রতিরোধী ওষুধ তৈরি করা যায়, সে বিষয়টিই এতে তুলে ধরা হয়।
কীভাবে ব্যাটারি ছাড়াই আলো পাওয়া সম্ভব, সে বিষয় নিয়ে প্রকল্প ছিল আন মাকোসিনিস্কির ‘দ্য হলো ফ্ল্যাশলাইট’।
এছাড়া গুরুত্বপূর্ণ সময়ে অ্যাম্বুলেন্স কিংবা ট্রাফিক পুলিশের কার্যক্রমকে সহজ করতে গাড়িচালকদের জন্য বিশেষ পদ্ধতি তৈরি করে বিনয় কুমারের ‘পুলিশ অ্যান্ড অ্যাম্বুলেন্স রেগুলেটিং ট্রাফিক প্রোগ্রাম (পিএআরটি)’ প্রকল্প জিতেছে পুরস্কার।
Post a Comment