টুলসশ র্টকাটঃ
Eraser Tool এর জন্য আপনাকে শর্টকাট চাপতে হবে E
Cycle Screen Modes পর্দা জুড়ে ফটোশপকে দেখতে চাপুন F
Gradient / Paint Bucket Tool এর জন্য আপনাকে চাপতে হবে G
Hand Tool পেতে আপনি চাপবেন H
Eyedropper / Sampler / Measure Tool এর জন্য কি-বোর্ড থেকে I চাপুন।
Spot Healing / Healing / Patch / Red Eye এর ক্ষেত্রে J
Slice Tool এর জন্য K
Lasso Tool পেতে L
Marquee Tool পাবার জন্য M
Notes / Audio Annotation Tool ব্যবহারে N
Dodge / Burn / Sponge Tool এর ক্ষেত্রে O
Pen / Freeform Pen Tool এর জন্য P
Standard / Quick Mask Mode পেতে Q
Blur / Sharpen / Smudge Tool পেতে চাপুন R
Clone / Pattern Stamp Tool এর ক্ষেত্রে S
Type Tool (Vertical / Horizontal) পেতে T
Shape Tool এর জন্য U
Move Tool এর ক্ষত্রে V
Magic Wand Tool ব্যবহারে W চাপুন
Switch Colors পেতে হলে X
History / Art History Brush Tool ব্যবহারে Y
Zoom Tool এর জন্য Z
Hand Tool (toggle) এর ক্ষেত্রে Space
অন্যান্য শর্টকাট
ফাইল ওপেন করতে
কি-বোর্ড এর ক্ষত্রে – CTRL + O
ফাইল সেইভ করতে
কি-বোর্ড এর ক্ষেত্রে – CTRL + S
ফাইল ক্লোজ করতে
কি-বোর্ড তে – CTRL + W
সিলেকশান কপি করতে
কি-বোর্ড তে – CTRL + C
সিলেকশান পেষ্ট করতে
কি-বোর্ড তে - CTRL + V
ফিরিয়ে আনতে
কি-বোর্ড তে – CTRL + ALT + Z
Invert selection
কি-বোর্ড – CTRL + I
সিলেকশান বন্ধ করতে
কি-বোর্ড তে – CTRL + D
সর্ব কিছু সিলেক্ট করতে
কি-বোর্ড তে – CTRL + A
স্বাধীনভাবে রুপান্তর করতে
কি-বোর্ড তে – CTRL + T
আমার পছন্দের ২টা ট্রিক্স:
Unlock canvas: “F” কি দুইবার চাপুন, অবজেক্টকে পুরো স্ক্রীন জুড়ে দেখতে
Sub-Tools দ্রুত পেতে : সাধারনত কোন টুলসের সাব টুলস খুলতে মাউস চেপে ধরে রাখার কোন প্রয়োজন পড়ে,কিন্তু শুধু ALT চেপে মাউস ক্লিক করার মাধ্যমে সাথে সাথেই পেয়ে যাবেন পরিবর্তিত সাব টুলস।
কাজকরার সময় আমারব্যবহৃত কিছু টেকনিকঃ
এবার ফটোশপে কাজ করার সময় আমার কিছু টেকনিক শেয়ার করি
প্রথমত আমার বাম হাত সব সময় কি-বোর্ডের উপর থাকে আর ডান হাত মাউসে
পুরো পর্দায় নিয়ে আসার জন্য “F” দুইবার চাপি
Space + click অবজেক্টকে নড়ানোর ক্ষেত্রে
ALT + Scroll বিবর্ধন বাড়ানো বা কমানোর জন্য
CTRL + T যেমন তেমন ভাবে ঘুরানোর জন্য
<<<<<<<<<<<<<<<<ভালো লাগলে শেয়ার করবেন please >>>>>>>>>>>>>>>>>>
Post a Comment