মাইক্রোসফট ওয়ার্ড এর শর্টকাট কমান্ডগুলো আসুন জেনে নিয়

কেমন আছেন সবাই। আশা করি সবাই ভাল আছেন।আজকে আমি আপনাদের মাইক্রোসফট ওয়ার্ড এর কিছু শর্টকাট কমান্ড দে
ms-word-2003
খাব। আশা করি আপনাদের কাজে লাগবে।

কোন পৃষ্ঠা এর সব লেখাকে সিলেক্ট করার জন্য Ctrl আর a একসাথে চাপুন। (Ctrl+a)
কোন কিছু সিলেক্ট করে copy  করার জন্য Ctrl আর c একসাথে চাপুন। (Ctrl+c)
কোন কিছু সিলেক্ট করে cut করার জন্য Ctrl আর x একসাথে চাপুন। (Ctrl+x)
copy করা কোন কিছু paste করার জন্য Ctrl আর v একসাথে চাপুন। (Ctrl+v)

আপনি ধরুন মাইক্রোসফট ওয়ার্ড এ লিখছেন, তখন আপনার নতুন ডকুমেন্ট খোলার প্রয়োজন হল তখন Ctrl আর n একসাথে চাপুন। (Ctrl+n)
আপনি যে লেখাটি লিখছেন তা যদি সেভ করতে চান তাহলে Ctrl আর s একসাথে চাপুন। (Ctrl+s)
ধরুন আপনি ওয়ার্ড এ কিছু লিখছেন তখন যদি আপনার ওই লেখটি সেভ করার প্রয়োজন হয়, বা ধরুন আপনি ওই লেখটি সেভ না করে মাইক্রোসফট ওয়ার্ড থেকে বের হয়ে যাবেন, তখন Ctrl আর w একসাথে চাপুন। সেভ করতে চাইলে yes ক্লিক করুন। সেভ না করতে চাইলে no ক্লিক করুন, আর কোন কিছু না করে যদি আগের লেখায় ফিরে যেতে চান তাহলে cancel ক্লিক করুন। (Ctrl+w)

আপনার কম্পিউটার এ সেভ করা ফাইল ওপেন করতে
চাইলে Ctrl আর  o একসাথে চাপুন। (Ctrl+o)
ধরুন আপনি একটি ওয়ার্ড ফাইল খুলেছেন সেখানে আপনি ৭১ নাম্বার পৃষ্ঠায় যেতে চাচ্ছেন তখন Ctrl আর g একসাথে চাপুন। যে বক্স আসবে তাতে পেজ নাম্বার দিয়ে ওকে ক্লিক করুন। (Ctrl+g)
আপনি যদি ফন্ট এর ডায়ালগ বক্স আনতে  চান তাহলে Ctrl আর d একসাথে চাপুন। (Ctrl+d)
আপনি যে লেখাটি লিখেছেন তা যদি বোল্ট করতে চান তাহলে Ctrl আর b একসাথে চাপুন। (Ctrl+b)

আপনি যে লেখটি লিখেছেন তা যদি  বাঁকা হরফে লিখতে চান, মানে ইতালিক ফরম্যাট এ লিখতে চান তাহলে Ctrl আর i একসাথে চাপুন। (Ctrl+i)

ধরুন আপনি একটা লাইন এ তিনটি ওয়ার্ড লিখেছেন, এখন এই লেখটিকে পৃষ্ঠার বামে নিতে চান, 
তাহলে Ctrl আর L একসাথে চাপুন (Ctrl+ L)
ডানে নিতে চাইলে Ctrl আর r  একসাথে চাপুন। (Ctrl+r)
মাঝে নিতে চাইলে Ctrl আর e একসাথে চাপুন। (Ctrl+e)

ধরুন আপনি একটা লাইন লিখেছেন এখনে আপনি এই লাইনটাতে একটা লিঙ্ক অ্যাড করতে চাচ্ছেন তাহলে Ctrl আর k একসাথে চাপুন। (Ctrl+k)

আপনি ধরুন আপনার ডকুমেন্ট এ কোন নির্দিষ্ট ওয়ার্ড খুজছেন তাহলে Ctrl আর f একসাথে চাপুন। (Ctrl+f)
Ctrl+f দিলে ডকুমেন্ট থেকে কোন ওয়ার্ড খুজে বের করবে কিন্তু যদি এমন দরকার হয় ওয়ার্ড খিজে বের করে তাকে রিপ্লেস করার দরকার তখন Ctrl আর h একসাথে চাপুন। (Ctrl+h)

যদি এমন কোন প্রয়োজন পড়ে যে আপনার লেখা ওয়ার্ড এর নিচে দাগ দিতে হবে , তখন Ctrl আর u একসাথে চাপ দিতে হবে। ( Ctrl+u)
আপনার ডকুমেন্টটি প্রিন্ট করার প্রয়োজন হলে Ctrl আর p একসাথে চাপুন। (Ctrl+p)


কেউ যদি এগুলো ছাড়া অন্যান্য কমান্ড জেনে থাকেন তাহলে কমেন্ট এর মাধ্যমে অ্যাড করে দিন। সবাই ভাল থাকবেন।
Share this article :
 

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Idea Box - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger