আমার কয়দিন আগে খুব দরকার পরেছিল কিভাবে জিমেইল এর ইনবক্স থেকে এক সাথে সব মেইল ডিলিট করে দিবো। কারন অনেক মেইল হয়ে গেলে (যেমন ১০০০+) এক তখন ৫০ টা করে মেইল ডিলিট করতে করতে হাত ব্যাথা হয়ে যায়, এক কাজ বার বার করতে করতে বিরক্ত লেগে যায় আর তা ছাড়া অনেক সময়ও লাগে। আজকে হঠাৎ গুগল করে পেয়ে গেলাম কি করে সব মেইল একসাথে ডিলিট করতে হয়। আমার মনে হয় আমার মত অনেকেরই কাজে লাগবে এটা। তাই শেয়ার করলাম।
প্রথমে জিমেইলের লগইন করুন। HTML না Loading standard view হিসাবে লগইন করুন।
Post a Comment