অ্যাপস দিয়ে বোয়িং বিমানের নিয়ন্ত্রণ সম্ভব। এমনটাই করছে অ্যাপল কোম্পানি। এবার তারা নেমেছে বিমান কন্ট্রোল করা সম্ভব এমন অ্যাপস তৈরিতে।
অ্যাপল কোম্পানির আইপ্যাড এখন ব্যাপক জনপ্রিয়। সাধারণ মানুষকে ছাড়িয়ে এটি এখন চলে গেছে বিমানের পাইলটদের হাতে। বর্তমানে তারা এটি ব্যবহার করছে বিভিন্ন ম্যানুয়াল তৈরিতে। এর পাশাপাশি বিমানের অভ্যন্তরের আলো, মানচিত্র, পথ নির্দেশনা, উচ্চতাসহ অনেক কিছু নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
আমেরিকান এয়ার লাইন্সের জনসংযোগ বিভাগের সহ-সভাপতি অ্যান্ড্রু এম ব্যাকোভার-এর বরাত দিয়ে সি-নেট জানায়, এই পদ্ধতিতে কাজ অনেক সহজ হয়ে যাবে। অ্যান্ড্রু জানান, "আমরা আমাদের অফিসের সকল কাজ আইপ্যাডের মাধ্যমে করার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি। এর ফলে আমাদের সময়, অর্থ এবং বিমানের নিয়ন্ত্রণ সহজ হবে।"
Post a Comment