আশা করি সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে খুবই ভাল আছেন। আপনি ভাল থাকবেন ও আপনার পাশের জনকে ভাল রাখবেন। আরেকটা কথা কেউ ভুলেও অহংকার করবেন না, কারণ অহংকার পতনের মূল। আজকের টিউনের বিষয় বস্তু কি তা আশা করি বুঝতে পেরেছেন শিরোনাম দেখে। তাহলে চলুন টিউনের দিকে।
গুগল প্লাসে ছবি আপলোড করা
- প্রথমে Google+ এ প্রবেশ করুন।
- এবার চিত্রের দেখানো নিয়মে ক্যামেরার মতো চিহ্নটির উপর ক্লিক করুন।

- তাহলে একটি মেনু আসবে। এখান থেকে “Add Photos” ক্লিক করুন।

- এবার সবুজ রংয়ের “Share” বাটনে ক্লিক করুন। তাহলেই হয়ে যাবে। ব্যস কাজ শেষ।
গুগল প্লাসে ভিডিও আপলোড করা

- প্রথমে Google+ এ প্রবেশ করুন।
- এবার চিত্রের দেখানো নিয়মে “Video” চিহ্নটির উপর ক্লিক করুন।

- তাহলে একটি মেনু আসবে, এখান থেকে “Upload Videos” তে ক্লিক করুন।
- আপনার ভিডিও আপলোড শেষ হলেই Google+ স্বয়ংক্রিয়ভাবে আপলোড শুরু করে দিবে।

Post a Comment