গুগল প্লাসে ছবি ও ভিডিও আপলোড করবেন যেভাবে!!!

 আশা করি সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে খুবই ভাল আছেন। আপনি ভাল থাকবেন ও আপনার পাশের জনকে ভাল রাখবেন। আরেকটা কথা কেউ ভুলেও অহংকার করবেন না, কারণ অহংকার পতনের মূল। আজকের টিউনের বিষয় বস্তু কি তা আশা করি বুঝতে পেরেছেন শিরোনাম দেখে। তাহলে চলুন টিউনের দিকে।
গুগল প্লাসে ছবি ও ভিডিও আপলোড করবেন যেভাবে!!! 

গুগল প্লাসে ছবি আপলোড করা

  • প্রথমে Google+ এ প্রবেশ করুন।
  • এবার চিত্রের দেখানো নিয়মে ক্যামেরার মতো চিহ্নটির উপর ক্লিক করুন।
google plus add photo1 কীভাবে গুগল প্লাসে ছবি ও ভিডিও আপলোড করবেন!!! (পর্ব ১)
  • তাহলে একটি মেনু আসবে। এখান থেকে “Add Photos” ক্লিক করুন।
    google plus add photo2 কীভাবে গুগল প্লাসে ছবি ও ভিডিও আপলোড করবেন!!! (পর্ব ১)
  • এবার আপনার ছবি নির্বাচন করুন, তাহলে Google+ অটোমেটিকভাবে আপলোড শুরু করে দিবে।
google plus add photo4 কীভাবে গুগল প্লাসে ছবি ও ভিডিও আপলোড করবেন!!! (পর্ব ১)
  • এবার সবুজ রংয়ের “Share” বাটনে ক্লিক করুন। তাহলেই হয়ে যাবে। ব্যস কাজ শেষ।

গুগল প্লাসে ভিডিও আপলোড করা

Google Plus Logo কীভাবে গুগল প্লাসে ছবি ও ভিডিও আপলোড করবেন!!! (পর্ব ১)
  • প্রথমে Google+ এ প্রবেশ করুন।
  • এবার চিত্রের দেখানো নিয়মে “Video” চিহ্নটির উপর ক্লিক করুন।
gplus add video google plus upload কীভাবে গুগল প্লাসে ছবি ও ভিডিও আপলোড করবেন!!! (পর্ব ১)
  • তাহলে একটি মেনু আসবে, এখান থেকে “Upload Videos” তে ক্লিক করুন।
  • আপনার ভিডিও আপলোড শেষ হলেই Google+ স্বয়ংক্রিয়ভাবে আপলোড শুরু করে দিবে।
gplus add video5 কীভাবে গুগল প্লাসে ছবি ও ভিডিও আপলোড করবেন!!! (পর্ব ১)
Share this article :
 

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Idea Box - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger